যায়যায় কাল প্রতিবেদক: চাকরিতে ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত ও বৈষম্য দূরীকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আজ শুক্রবার বিকেল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রাথমিকের শিক্ষকরা। এর আগে বিকেলে চাকরিতে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত ও বৈষম্য দূরীকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ তাঁদের আটকে দেয়।
পরে, শিক্ষকদের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল শাহবাগ পুলিশের মধ্যস্থতায় যমুনায় প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে স্বারকলিপি জমা দিতে যান।
ফিরে এসে শিক্ষকদের প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে জানান, তাদের ধোঁকা দেওয়া হয়েছে। তাদের যমুনায় নেওয়ার কথা বলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার এপিএসের আসার কথা থাকলেও আসেননি তিনি। পরে, তাদের স্মারকলিপি গ্রহণকারীর কাছে জমা দিতে বললে, তারা স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তারা।
এদিকে, সড়ক অবরোধ করা শিক্ষকদের দাবি, স্নাতক শেষ করার পরেও ১৩তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি অন্যান্য চাকরিজীবীরা দশম গ্রেড পাচ্ছে যা শিক্ষকদের অমর্যাদার সামিল বলে মনে করেন তারা।
শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, ‘দ্রুত সময়ে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। যৌক্তিক সিদ্ধান্ত না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।’
শিক্ষকরা জানান, ২০২১ সাল থেকে দশম গ্রেডের দাবি জানাচ্ছেন তারা। কিন্তু কেউ কোনও আশ্বাস দেয়নি। ৫ আগস্টে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটি করে দেয়। কিন্তু সেই কমিটি পরে বাতিল করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষকরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে, সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে জড়ো হন শিক্ষকরা। সেখানে সমাবেশ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা