মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার উপজেলার গুপ্তছড়া রোডে সেনের হাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযানে তিনি মনসুর এন্ড ব্রাদার্স ও দিদার এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা ও ডিমের দাম অতিরিক্ত (জোড়া ৩০ টাকা) রাখার কারণে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, বারবার সতর্কতার পরও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত দাম রাখছেন। এসব অনিয়মে সজাগ দৃষ্টি রয়েছে। তাদের আইনের আওতায় এনে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা