মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ: মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত "মা ও শিশু সহায়ক কর্মসূচি„এর আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর বিকাশে ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী স্বাস্থ্য সহকারী দের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিঃ দাঃ)মো.ছফি উল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবদুল মতিন,উপজেলা মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ উল্লাহ মিজান, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক,দৈনিক যায়যায় কাল এর প্রতিনিধি মোঃ মাইনউদ্দীন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১ জন গর্ভবতী মাকে নূন্যতম ৪ বার ডাক্তার এর মাধ্যমে চেক আপ,নিয়মিত আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহন, পুষ্টিকর খাবার গ্রহন ও প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়াও প্রসবপরবর্তী ১ জন মাকে নূন্যতম ৩ মাস আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার উপর গুরুত্ব প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা