মো. মাইন উদ্দীন, সন্দ্বীপ : সন্দ্বীপে পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে জম্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষেে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সেবা কার্যক্রম চলে।
উক্ত ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্বনাব আব্দুল মতিন ও উপজেলা মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য) ডা: শাওরীন ফেরদৌস আবেদীন।
এই সময় ২২ জন মহিলাকে সম্পন্ন বিনামূল্যে ৫ বছর মেয়াদী জম্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমে সার্জন হিসেবে উপস্থিত ছিলেন ডা: শাওরীন ফেরদৌস আবেদীন। সহযোগিতায় ছিলেন ডা: সমর কান্তি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মাছুমা জাহান তৃপ্তি।
এছাড়া পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাঈনউদ্দীন, রেজাউল করিম, শিমুল মজুমদারসহ মগধরা, মাইটভাংগা, সারিকাইত ও মুছাপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারীগণ। আরো উপস্থিত ছিলেন রণজিৎ মজুমদার, সুকান্ত বড়ুয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা