মো. মাইন উদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মুহাম্মদ আব্দুল মতিন ও পরিবার কল্যান সহকারী রাহেনা পারভীন, পরিবার কল্যান সহকারী কবিতা রানী, ও পরিবার কল্যাণ সহকারী রোকেয়া বেগম এর অবসরজনিত ১ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ফজলুল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইটভাংগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাইনউদ্দীন ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জনাব আবদুর রসিদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
এই ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো যারা সহযোগিতা করছেন উপসহকারী মেডিকেল অফিসার ডা সমর কান্তি জয়, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী হাসমত আরা বেগম, উপজেলার সকল ইউনিয়ন এর পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যান সহকারী, অফিস সহায়কবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের অবসরকালীন সময় সুন্দর ও আনন্দময় জীবন কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা