যায়যায় কাল প্রতিবেদক: সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় রিপন নামে এক প্রবাসী নিহত হয়েছে।
রবিবার সকাল সারে ১১ টার দিকে উপজেলার মাইটভাংগা ফকিরিয়া তেমাথা সংলগ্ন সড়কের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব মোঃ রিপন( ২৭) উপজেলার মাইটভাংগা ইউনিয়ন মোঃ ইদ্রিস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় মোঃ রিপন মোটর সাইকেল চালানো অবস্থায় মাটি ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
তাৎক্ষণিক রিপন গূরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে এলাকার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডা. তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন।পরবর্তী তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে গেলে সেখানে ডা. মৃত ঘোষনা করেন।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ এঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন ট্রাকটির মালিক মো.ফসিউল আলমের সাথে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা