মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে তামজিদুল আলম ফরহাদ (৩৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করছে সন্দ্বীপ থানা পুলিশ।
বুধবার বিকেলে মগধরা ইউনিয়নের পেলিশ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের এ এস আই শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তামজিদুল আলম ফরহাদ মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের পুত্র বলে জানা গেছে।
সন্দ্বীপ থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে পেলিশ্যবাজার এলাকায় রয়েছে। তাকে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ২০২১ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানার মামলা নং ৬(০১)২০১৭ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(ক) এর ১ বছরের সাজা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা