নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার (২৭/১১) নবীনগর সরকারি হাইস্কুল মাঠে আওয়ামীলীগ উপজেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি রআম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় কমিটি ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রনালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অব:)ড.এ.বি তাজুল ইসলাম এমপি,তথ্য মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি রআম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়।
আগামী পনের দিনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি তৈরীর নির্দেশনা দেন নেতৃবৃন্দ। সর্বশেষ ২০১৪ সালে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা