মো. হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ শাখায় ছাত্র রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন ইসলাম।
ছাত্রদের অধিকার আদায় ও কলেজের সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন সহপাঠীরা। নতুন নেতৃত্বের প্রতি দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ বলেন, "ছাত্রদের কল্যাণে আমরা কাজ করবো এবং শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে সক্রিয় ভূমিকা রাখবো।"
সাধারণ সম্পাদক ইমন ইসলাম জানান, "দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ শাখাকে একটি সংগঠিত, সুশৃঙ্খল ও সক্রিয় ইউনিট হিসেবে গড়ে তুলতেই আমাদের প্রচেষ্টা থাকবে।"
উল্লেখ্য, এই কমিটি অচিরেই পূর্ণাঙ্গরূপ পাবে এবং আগামীতেই সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কার্যক্রম শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা