পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) দেশের আর্থসামাজিক অগ্রগতির ধারায় একটি নির্ভরযোগ্য ও কর্মমুখী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। সেই ধারাবাহিকতায় সুক এবার যাত্রা শুরু করলো তার ১৭তম শাখা — কসবা শাখা।
প্রথম ঋণ বিতরণের মাধ্যমে কসবা শাখার উদ্বোধন ঘোষণা করেন সুক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মমিন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুক-এর পরিচালনা পর্ষদ, কর্মকর্তাবৃন্দ, কর্মী ও গ্রাহকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে মমিন হোসেন বলেন, "এই প্রতিষ্ঠান কেবল অর্থনৈতিক সহায়তা নয়, মানুষের স্বপ্ন ও আত্মবিশ্বাস গঠনের সহযাত্রী। আমাদের প্রত্যেককে গ্রাহকসেবায় আরও আন্তরিক ও মানবিক হতে হবে।"
তিনি আরও বলেন, "আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের প্রেরণা দিন। আমরা চাই— উন্নয়নের এ যাত্রায় মানুষই হোক কেন্দ্রবিন্দু।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং সেবা প্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত। সবার সুস্বাস্থ্য, সফলতা ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা