স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নিতে গেলে রাজারহাট উপজেলা বিএনপি নেতার তোপের মুখে পড়ে আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। উক্ত ব্যক্তির পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় প্রভাবশালী নেতা ও তার দলবল। এ ঘটনায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল আজিজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের মৃত ইয়াহহিয়া মোল্লার ছেলে মো: আব্দুল আজিজ (৩২) ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিলে মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেন। গত ২১ এপ্রিল দুপুর ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে উক্ত অফিসে উপস্থিত হওয়ার সাথে সাথেই উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক আব্দুল আজিজের উপর অতর্কিতভাবে হামলা করে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তার বাহিনীকে হুকুম প্রদান করে বলে যে শালাকে নদী নেওয়ার সাধ মিঠাইয়া দে। উক্ত হকুম পাওয়া মাত্র তার গুন্ডা বাহিনী আমাকে চর থাপ্পর শুরু করে দেয় এবং পাঞ্জাবীর পকেট থেকে ছাব্বিশ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়।
পরে তার আর্তচিৎকারে আশে পাশের লোকজন তাদের হাত থেকে উদ্ধার করে। এবিষয়ে ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন,ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের নাগরিক হিসেবে চতলা কুড়া'র বিলের ওপেনিং ডাকে অংশগ্রহণ করার জন্য গিয়ে ছিলাম। তবে আনিছুর রহমানের সন্ত্রাসীবাহানীরা আমাকে ওপেনিং ডাকে অংশগ্রহণ না করার জন্য বাঁধা ও মারপিট করে। এই ডাক বাতিল করে নতুনভাবে মাইকে প্রচার করে ওপেনিং ডাকের আয়োজন করা হোক।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা