যায়যায়কাল প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে। প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও জানান তিনি। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে। সোজা আঙুলে ঘি না উঠলে আমার মনে হয় আমাদের আবার রাজপথে নামতে হবে।
গয়েশ্বর বলেন, বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটা হতে পারে না। সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে তা চলতে পারে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা