পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) বিশেষ বরাদ্দে ২০২৪-২৫ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সরাইলের সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ আয়োজন গ্রামীণ জীবনে এনেছে আশার নতুন আলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।
তিনি বলেন, “একটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য বড় সহায়তা সবসময় সম্ভব হয় না। কিন্তু একটি ছোট উদ্যোগও পারে তাদের ভাগ্য পরিবর্তন করতে। আজ যে ছাগলগুলো বিতরণ হলো, সেগুলো একদিন বাড়বে, বংশবৃদ্ধি করবে এবং একসময় সংসারের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এই উদ্যোগ কেবল ছাগল দেওয়া নয়, এটি তাদের হাতে তুলে দেওয়া হলো স্বপ্ন ও ভবিষ্যতের চাবিকাঠি।”
বিশেষ অতিথি সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পশুপালন একটি গুরুত্বপূর্ণ খাত। আমার বিশ্বাস এই উদ্যোগ হতদরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করার কার্যকর উপায় হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মমিন হোসেন।
তিনি বলেন, “আমরা শুধু দান নয়, টেকসই উন্নয়নের কথা ভাবি। দরিদ্র পরিবারগুলো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আয় বাড়াতে পারে, সেজন্যই আমরা ছাগল পালনের মতো কার্যকর উদ্যোগ হাতে নিয়েছি। আশা করি, এটি তাদের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে।”
এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় উপকারভোগী কয়েকজন পরিবারের সদস্য আনন্দাশ্রু চেপে রেখে বলেন, সংসারের খরচ চালানো এতদিন ছিল অসম্ভবের মতো। এখন তারা বিশ্বাস করেন, এই ছাগলগুলো তাদের নতুন জীবনের স্বপ্ন পূরণ করবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় সরাইল উপজেলার ১৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মোট ২৬টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রম শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং দারিদ্র্য দূরীকরণ ও স্বনির্ভরতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা