স্টাফ রিপোর্টার, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সোমবার সরাইল উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন মাস্টার ও তার নেতৃত্বে কয়েকশ কর্মী জড়ো হয়ে নতুন কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরকে সরাইল ভূমি অফিসে ঘন্টাব্যাপী আটকে রাখে।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মাস্টার ও তার কর্মীরা জানান, এটা একটা ঘরোয়া ও পকেট কমিটি। যে কমিটিতে স্থান পেয়েছে বেশির ভাগ অরাজনৈতিক ও অন্য দলের লোকজন।
বর্তমান নতুন কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার নাজমুল আলম খন্দকার মুন্না জানান, এ কমিটিতে বেশি স্থান পেয়েছে বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলো না এবং সাধারণ সম্পাদক ও সভাপতির পরিবারের লোকজন। এ কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি খারাপের দিকে গেলে খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে বেশকিছু পুলিশ সদস্য এবং যুবদলের সদস্য সচিব নূর-আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম,যুবদলের সরাইল সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী ও ছাত্রদলের সাবেক সহসভাপতি পারভেজ আলমের সহায়তায় উদ্ধার করে সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরকে নিরাপদে বাড়িতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা