নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় কয়েকজন গ্রামবাসী।
বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান খাদিম (সুমন)।
তিনি অভিযোগ করেন, একই গ্রামের এডভোকেট সোহেল রানা খাদেম ইচ্ছাকৃতভাবে গ্রামের নিরীহ মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
তিনি জানান, গত ১৬ জুলাই ২০২৫ তারিখে শাহজাদাপুর গ্রামের ১৩ জনকে আসামি করে সিআর ৭১৮/২৫ নম্বরে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন তিনি।
এছাড়া গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে এডভোকেট সোহেল রানা খাদেম বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরও একটি চাঁদাবাজি মামলা (নম্বর সিআর ৪২২/২৫) দায়ের করেন। ভুক্তভোগীদের অভিযোগ, মামলাটি-ও উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং প্রতিহিংসামূলক।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা গ্রামবাসী বারবার মিথ্যা মামলার শিকার হচ্ছি। এসব মামলা দিয়ে আমাদের হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। আমরা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সোহেল রানা খাদেম বলেন, “আমার দায়ের করা প্রতিটি মামলার সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণপত্র রয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। প্রয়োজনে আমি আদালতে সেসবের প্রমাণ উপস্থাপন করব।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা