পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা বাজারে ৩৭ বোতল টিসিবির তেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সরাইল উপজেলার চুণ্ট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসোইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় দোকানে অবৈধভাবে টিসিবি পণ্য (সয়াবিন তেল) বিক্রি করার সময় দোকানদার কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে দোকানে ৩৭টি সয়াবিন তেলের বোতল পাওয়া যায়।
সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে দোকানে টিসিবি তেল রেখে বিক্রি করার দায়ে দোকানীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন বলেন, গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া কম দামের এসব তেল অবৈধ প্রক্রিয়ায় সংগ্রহ করে মজুদ করা হত ওই দোকানে। এরপর চড়া দামে বিক্রি করতো এই দোকানী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা বাজারের মেসার্স জয়দুর্গা ভান্ডার নামক দোকানে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়েছে।
সূত্রমতে, টিসিবি নিজেরা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পণ্য বিক্রি করে। এসব পণ্যের কিছু অংশ গরিব মানুষদের কাছে বিক্রি করা হলেও বড় অংশই এভাবে কালোবাজারির মাধ্যমে খোলাবাজারে চলে যাচ্ছে বলে স্থানীয় কয়েকজন জানান। তবে এমন অভিযান পরিচালনা করায় এলাকার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন সরাইল উপজেলা ইউএনও মো. মোশারফ হোসাইন।
এ ঘটনায় ইউএনও জানান সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা