
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
সরাইলে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহীদ দিবস” উদযাপন

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে “জুলাই শহীদ দিবস”। বুধবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক অনুপ্রেরণাদায়ক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াতে ইসলামের নেতা খন্দকার বরকত উল্লাহ মিন্টু, সরাইল উপজেলা এনসিপির সমন্বয়ক হাজী মোবারক হোসেন ও রিয়াদ।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, “জুলাই শহীদ দিবস” আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের স্মরণে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা