
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
সরাইলে শহীদদের স্মৃতি বাঁচাবে সবুজ “এক শহীদ, এক বৃক্ষ”

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গৌরবময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী কর্মসূচি “এক শহীদ, এক বৃক্ষ”। সরাইল উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগকে স্থানীয় মানুষের গভীর সাড়া মেলে।
কর্মসূচির উদ্বোধন করেন সরাইলের নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন। তিনি উপজেলা পরিষদ চত্বরে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করে এ আয়োজনের শুভ সূচনা করেন।
উদ্বোধনী ভাষণে ইউএনও বলেন, শহীদদের স্মৃতি কেবল ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি দায়বদ্ধতার শিক্ষা। তাঁদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে আমাদের গড়ে তুলতে হবে সবুজ, সুন্দর ও মানবিক বাংলাদেশ।”
এই কর্মসূচির বিশেষত্ব হলো— প্রতিটি বৃক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে আলাদা আলাদা QR (কিউআরসি) কোড, যার মাধ্যমে স্ক্যান করলে সংশ্লিষ্ট শহীদের নাম, ছবি ও সংক্ষিপ্ত জীবনীসহ শহীদ হওয়ার পটভূমি জানা যায়। প্রযুক্তির এ সৃজনশীল ব্যবহার শহীদদের স্মৃতিকে করে তুলেছে আরও জীবন্ত এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে সর্বস্তরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা। সকলে মিলে এই কর্মসূচিকে পরিণত করেছেন এক প্রাণবন্ত, শিক্ষণীয় ও স্মৃতিসৌধে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা