
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
সলঙ্গায় জায়গা দখল করে গাছ রোপণ, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে প্রতিবেশির জায়গা দখল করে বিভিন্ন প্রজাপতির গাছ রোপণের অভিযোগ উঠেছে প্রতিবেশি মৃত আব্দুল মোতালেবের ছেলে উজ্জল গংদের বিরুদ্ধে ।
এ ঘটনায় হাটিকুমরুল গ্রামের ভুক্তভোগী আজাদ আলী নামে এক ব্যক্তি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে সলঙ্গা থানার হাটিকুমরুল মৌজার আজাদ আলী মাষ্টারের বসতবাড়ি পশ্চিম পাশে মহাসড়কের সাথে চলাচলের রাস্তা ভেকু মেশিন দিয়ে খনন করে পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় এবং টিন ও বাঁশ দিয়ে বেড়া দেয়াসহ দলীয় পেশি শক্তির প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রজাপতির গাছ রোপন করে উজ্জল হোসেন গং। তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেয়।
আজাদ আলী মাস্টার অভিযোগ করে বলেন, জমি-সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে টিন দিয়ে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে জোরপূর্বক গাছ রোপন করায় উজ্জল হোসেন সহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের নামে থানায় একটি অভিযোগ করেছি
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হুমায়ুন কবির জানান,অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা