
কাইয়ুম মাহমুদ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলা এলাকায় ধান খেতের পাশে ডোবার কচুরিপানার নিচ থেকে একজন মানুষের দুই পায়ের হাড় উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ২ টার দিকে স্থানীয়রা ডোবার কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের হাড় উদ্ধার করে। এসময় একই স্থান থেকে পচে যাওয়া একটি সার্টের কলার উদ্ধার করে। তবে এটি পুরুষ না নারীর পায়ের কঙ্কাল তা নিশ্চিত হওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্যান্টের ভিতরে দুটি পায়ের হাড় উদ্ধার করেছে। তবে পা দুটি পুরুষ নাকি নারীর এটা নিশ্চিত হওয়া যায়নি।
ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা