
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
সলঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে পালিত হয় পবিত্র শবে বরাত।
শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ,কলেজ মসজিদ, থানা মসজিদ,মাদ্রাসা মসজিদ,অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিরা হাজির হয়ে অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে এসকল মসজিদের উদ্যোগে মসজিদে ওয়াজ,দোয়া মাহফিল,পবিত্র কোরআন তিলাওয়াত ও হালকায়ে যিকির হয়েছে।
বাদ এশায় সকল মসজিদের খতিবগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান সহ লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন।
অনেক মসজিদে সারা রাতব্যাপী নামাজ ও হালকায়ে যিকির সহ ইবাদত বন্দেগি চলছে। বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদত সমাপ্তি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা