প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
সলঙ্গায় বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত
মোঃ আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় থানা বিএনপির আয়োজনে ফেব্রুয়ারি মাসে আ'লীগের বিভিন্ন কর্মসূচীর প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সলঙ্গা কদমতলা চত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও কদমতলা চত্বরে এসে মশাল মিছিল শেষ করা হয়েছে।
এসময় থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার এর পরিচালনায় ফেব্রুয়ারি মাসে আ'লীগের বিভিন্ন কর্মসূচী ঘোষণার প্রতিবাদ করে বক্তব্য প্রদান করেন থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় আরও বক্তব্য প্রদান করেন থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,কলেজ ছাত্র দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির নেতাকর্মী সহ থানার ছয়টি ইউনিয়নের কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা