আল জোবায়ের, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংলিশ ক্লাব অফ এইচএসটিইউ নির্বাচনে সহ-সভাপতি পদে ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফাইজ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নওশের ওয়ান ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সহ-সভাপতি পদে ইমরান হোসেন ১৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফাইজ ১৭৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সজীব ১৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে তানজিম ১৮০ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মাহবুব ২০১ ভোট এবং সহকারী রেজিস্ট্রার পদে মুনমুন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হয়ে ইমরান হোসেন বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য ইংরেজি বিভাগের সবাইকে ধন্যবাদ। দায়িত্ব যথাযথভাবে পালন করে সেই আস্থার প্রতিদান দেব।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজ বলেন, “আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সবার সঙ্গে নিয়ে ইংরেজি বিভাগকে আরও এগিয়ে নিতে চাই।”
নির্বাচন আয়োজন প্রসঙ্গে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দ্বীপক কুমার সরকার জানান, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা