খান মো. আঃ মজিদ, দিনাজপুর: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন প্রার্থী। আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য এই নির্বাচনের আগে শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ দিলাওয়ার হোসেন শাহ এর কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক জিএম হিরু এবং দৈনিক খবর একদিন পত্রিকার সম্পাদক মোঃ মাজেদ। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন বিরল প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়ন জমা দিলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। সাংবাদিক মহলে এ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা