খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং রাজ-২৯৩৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ শনিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনাজপুরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৫টি পদের মধ্যে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোট হয়। দিনাজপুরের ১৩ উপজেলার সাংবাদিকরা ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১০১ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোট প্রদান করেন।
সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ মোফাচ্ছিলুল মাজেদ (বিজয় টিভি) ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে জি. এম. মইনউদ্দিন হিরু ২৮ ভোট পান।
সহ-সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ রাকিবুল ইসলাম (গণজাগরণ) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীক নিয়ে মোঃ মাহিদুল ইসলাম রিপন ৬ ভোট পান।
ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে মোঃ আতিউর রহমান (যুগান্তর), সহ-সভাপতি পদে কুরবান আলী সোহেল (আমাদের কণ্ঠ) ও কোষাধ্যক্ষ পদে মোঃ তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট কেন্দ্রে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ দিলাওয়ার হোসেন শাহ্, সহকারী কমিশনার ও প্রিজাইডিং অফিসার সাফায়েত হোসেন সজীব এবং সদস্য আরিফুর রহমান দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা