খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি. এম. মঈনউদ্দিন হিরু, সহ-সভাপতি কোরবান আলী সেহেল, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ, সাধারণ সদস্য মোশাররফ হোসেন, মোর্শেদ মানিক, সিকান্দার আলী কাবুল, দয়ারাম রায়, মতিয়ার রহমান, বেলাল হোসেন জয়, নাজমুল ইসলাম মিলন, মাহিদুল ইসলাম রিপন, চন্দন কুমার মিত্র, সাফায়েত হোসেন সজিব, মোখলেছুর রহমান সওদাগর, রমেন বসাক, পরিমল চন্দ্র দাস, আসান কবীর, সুবীর চক্রবর্তী ছোটন, ও সেকেন্দার আলী প্রমুখ।
সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন করা হয়। সংগঠনের মামল-মোকদ্দমা ও ষড়যন্ত্র মোকাবিলায় করণীয়, সদস্য অন্তর্ভুক্তিকরণ, গঠনতন্ত্র সংশোধন, নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য জায়গা নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শুরুর আগে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মৃত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা