নেত্রকোনা প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন— প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রতিদিনের কাগজ জেলা প্রতিনিধি শ্যামল সরকার, আমাদের সময় জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শফিক, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি রানা আকন্দ, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়, খবর নেত্রকোনা সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি জেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলামসহ অন্যান্য সংবাদকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা