শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
রোববার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।
একইসঙ্গে সাইবার সিকিউরিটি আ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের প্রতিবাদ জানায় আরইউজে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, সাবেক সহসভাপতি ও দৈনিক দিন কালের ব্যুরো প্রধান আব্দুস সবুর, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, এনটিভির রাজশাহী ব্যুরো চীফ ও রাজশাহী প্রেস ক্লাবের অহ্বায়ক স. ম সাজু।
এ সময় আরইউজের সহসভাপতি মঈন উদ্দীন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দৈনিক ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, বাংলাভিশনের আদিত্য চৌধুরী, নতুন মাত্রার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামিক টিভির রাজশাহী ব্যুরো চীফ রেজাউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা