নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামের এওচিয়া ইউনিয়ন শাখার দোয়া মাহফিল ও সহযোগী সদস্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে দেওদীঘী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এওচিয়া ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।
নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, যারা জালিম স্বৈরাচারীর বিরুদ্ধে দ্বিতীয়বারের স্বাধীনতা সংগ্রাম করে শাহাদতের বিনিময়ে আমাদেরকে আবারো স্বাধীনতা উপহার দিয়েছে, জাতি চিরদিন তাদেরকে স্মরণে রাখবে। গত ৫ আগস্ট ছাত্রজনতার মিছিলে যারা গুলিতে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা, দেশব্যাপী সকল শহীদের হত্যাকারীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.) এর শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, আল্লামা সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিয়েছেন। কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দূরে রাখা হয়। শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়।
এওচিয়া ইউনিয়ন সহ সভাপতি, মুহাম্মাদ জকরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত এর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেলা শূরা কর্ম পরিষদ সদস্য ড.হেলাল উদ্দিন মু: নোমান, দক্ষিণ জেলা জামায়াত এর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুঃ জাকারিয়া, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইনসহ ইউনিয়ন শাখার সকল স্তরের সহকর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা