ওসমান গনি, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দোকানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ৩ টায় সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার, ফুলতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধের দোকান গুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান্স স্যাম্পল, আনরেজিস্ট্রারড ওষুধ আছে কিনা দেখা হয়।
এ সময় ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংস্লিষ্ট ধারায় সাতকানিয়া পৌরসভা এলাকার নাছির মেডিকেল হলের মালিক মো: নাছির উদ্দিন (৪০)-কে ১০ হাজার টাকা, আলম মেডিকেল হলের মালিক নুরুল আলম (৫৫)-কে ১০ হাজার টাকা, দেওদিঘী বাজার মমতাজ মেডিকেল হলের আবুল কাশেমকে ৫ হাজার টাকা এবং ফুলতলা বাজারের তানভীর ফার্মেসির জামশেদ হোসেন(১৮)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় দোকানে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়।
অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর ড্রাগ সুপার আবিদ আহসান, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা