আব্দুর রহমান, সাতক্ষীরা: প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এ উপলক্ষে সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাস্তবায়িত স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি অ্যান্ড কোঅরডিনেটিং (এসটিআইআরসি) প্রকল্প এবং জাপানি কোম্পানি লায়ন করপোরেশনের অনুদানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় জেলার সাত উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ৩৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অংশ নেন। এর আগে এসটিআইআরসি প্রকল্পের কর্মকর্তারা জেলার ৮০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে দুই দিনের প্রশিক্ষণ দেন। সেখানে নিরাপদ খাদ্যের মৌলিক ধারণা, করণীয়-বর্জনীয়, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার নিয়ম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখন শিক্ষার্থীদের মধ্যে এ জ্ঞান ছড়িয়ে দেবেন।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন এসটিআইআরসি প্রকল্পের সমন্বয়কারী মাসামি সাকাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুননাহার, শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, সাংবাদিক আব্দুর রহমান, আব্দুর রহিম, মাহফিজুল ইসলাম, মাসুদ আলী, আবু বক্কার প্রমুখ। সভায় মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নিয়ে বিশদ আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা