সাতক্ষীরা প্রতিনিধি: মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃঞ্চনগর গ্রাম থেকে ১৬০০ পিস এম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আব্দুল মাজেদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।
গ্রেপ্তার আসামিকে কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা