সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গেটে এ ঘটনা ঘটে।
মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। এছাড়া কমবেশী আরও ১০ গণমাধ্যমকর্মী আহত হন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দুইজনের মাথা ফেটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার পর উত্তেজনার মধ্যে প্রেসক্লাবে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবে আবু সাঈদকে সভাপতি, ও আব্দুল বারীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা