

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : রোববার সকাল থেকে সারা দেশে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরস্থ থানার সামনে থেকে পৃর্বে ১৩০ মিটার রাস্তার ঢালাইয়ের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার মের্সাস সাফা এন্টারপ্রাইজ ও এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. মেনাজও উপস্থিত ছিলেন। এডিপি প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে অতি তড়িঘড়ি করে যেনতেনভাবে বৃষ্টিতে কাজ করার বিষয়টি সচেতন এলাকাবাসীর বোধগম্য নয়।
এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে মুঠে ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটা প্রকৌশলী বলতে পারবেন। অন্যদিকে উপজেলা প্রকৌশলী মেনাজকে জিজ্ঞাসা করলে তিনি, কাজ শুরুতে বৃষ্টি ছিল না বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
এছাড়া প্রকৌশলী মেনাজ দায়িত্ব গ্রহণের পর থেকে সাদুল্যাপুর উপজেলায় কাজ সঠিকভাবে বাস্তবায়ন ও তদারকি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল বলছেন, বৃষ্টির মধ্যে রাস্তার সিসি ঢালাই কতটুকু মানসম্মত হবে তা আমাদের ভাবিয়ে তোলে। তাছাড়া যেনতেন ভাবে দায়সারা কাজ কেন করছে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় রয়েছে তা সহজে বুঝিয়ে দেয়। এতে জনগণের অর্থে উন্নয়ন কাজের কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছেন তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা