সানাউর রহমান, সাপাহার (নওগাঁ ): ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংকের ৫০৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের শাখায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান(বগুড়া অঞ্চল) এ এস এম রায়হান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ রকিবুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাপাহার আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। সেই লক্ষ্যে আমরা সাপাহারে এই মৌসুমে সকল সুবিধা দিতে বদ্ধপরিকর। ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য নানাবিধ বিনিয়োগ সেবাও পাবেন উদ্যোক্তারা। দেশে বর্তমানে অনেক ব্যাংক যখন গ্রাহকদের আমানত দিতে হিমশিম খাচ্ছে সেখানে পূবালী ব্যাংক গ্রাহকদের আমানত সুরক্ষার পাশাপাশি সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা দিয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা