মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। বৃস্পতিবার গোপালপুর ইউনিয়নের ধ্বজী এলাকায় এই ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত মাসুম বিল্লাহকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।এদিকে এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক মাসুমকে বাড়ির সামনে ডেকে প্রথমে চর থাপ্পর দেয়। পরে তার নেতৃত্বে ঐ এলাকার মৃত কালাম মাতুব্বরের ছেলে মুজাম্মেল মাতুব্বর (৫৫), মুজাম্মেলের ছেলে সাকিব মাতুব্বর (২২) ও সাহে আলম মাতুব্বর (৬৫) সহ আরো বেশকয়েকজন মিলে মাসুম বিল্লাহকে কুপিয়ে মারাত্মক জখম করেন।পরে মাসুমের বাড়িতে গিয়েও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মীর ফারুকের লোকজন। এ সময় একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, "মীর গোলাম ফারুক আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে বাড়িতে কাজ করতেছি কিনা। আমি বলি হ্যাঁ বাড়িতে বিল্ডিংয়ের কাজ করছি। এই কথা বলার সাথে সাথেই মীর ফারুক আমার গালে দুটি চরথাপ্পর মারে। এরপর তার লোকজন আমাকে বেধড়ক মারধর করে। এতে আমার মাথা ফেটে ৮টি সেলাই লেগেছে। এছাড়া আমার বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ঘরে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায়। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।"
মাসুম বিল্লাহ’র বাবা মাওলানা জানে আলম মাতুব্বর বলেন,"আমাদের নিজেদের ব্যাপারে মীর ফারুক দুই বছর আগে সালিশ মীমাংসা করে দিয়েছে। আজকে হঠাৎ তার লোকজন নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে।আমাকেও তার লোকজন মারধর করছে। আমরা এই ঘটনার বিচার চাই।"
এদিকে অভিযোগ অস্বীকার করে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন,"ওরা নিজেরা ভাই ভাই মারামারি করছে। এসব নিউজ করার দরকার নাই। ছোট খাটো বিষয়।"
তিনি আরো বলেন, "আমি ওদের একটি জায়গা নিয়ে সালিশ করে দিয়েছি। অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে ছিল। সে সালিশ ওরা মানে না। ওরা কাউকেই মানে না। ওরা একটা ফালতু, ওরা রাজাকার। ওরা গণপিটুনি খেয়েছে। ওদের কঠিন বিচার হওয়া উচিত।"
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকিব জানান, "মাসুম বিল্লাহ নামে একজন রোগী আমাদের কাছে এসেছে। মাথায় মারাত্মক আঘাত থাকায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।"
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, "আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা