নুরুল ইসলাম, গাইবান্ধা : ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা কমিটির সদস্য, ৯০'এর গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর তৎকালীন জেলা সাধারণ সম্পাদক এ.টি.এম ইলিয়াস হোসেন গত ৩ জুলাই মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোকসভা বাস্তবায়ন কমিটির আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে বিকাল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি (মার্কসবাদী) শ্রী রেবতী বর্মন, সাবেক জেলা সভাপতি অধ্যাপক মমতাজুর রহমান বাবু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, মাসুদুর রহমান মাসুদ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য রিপন বর্মন, কামরুল ইসলাম, সাদু্ল্যাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার।
এ ছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে খাতিজা বেগম, গোলাম রসুল মৃধা রুবেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা