মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি: মুজিব বর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সামাজিক বানায় কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সারে ১২ টার দিকে কামারখন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে মোট ২০ জন উপকারভোগীদের মাঝে ৬২ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা সুলতানা।
প্রধান অতিথি, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সম্পা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসপাস রাইডার মো. নবুয়াত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা বন বিভাগ ফরেষ্টার মামুনুল রশিদ খাঁন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা