রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি: সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর বাজারে অটো ভ্যান স্ট্যান্ডে রাখাকে কেন্দ্র করে শিমুল মিয়া নামে এক অটো চালকের সাথে ২রা আগষ্ট শনিবার বিকেলে বিতর্ক সৃষ্টি হয় উক্ত হাটের ইজারাদার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে তারেক মিয়া ও শফিকুল ইসলামের ছেলে মিরাজ মিয়ার সাথে।
বিতর্কের এক পর্যায়ে অটো ভ্যান চালক শিমুল মিয়াকে জনসম্মুখে মারধর ও পরনের লুঙ্গি, শার্ট ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে।
এই ঘটনার দুই দিন আগে অটো ভ্যান রাখা এবং সিরিয়ালের জন্য একজন চেইন মাস্টার রাখা বাবদ অটো চালকদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা চাওয়ার অভিযোগও পাওয়া যায় হাটের ইজারাদার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। জানা যায়, হাটের ইজারাদার আব্দুর রাজ্জাক মেম্বার কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির ১১ নং সদস্য। দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদান অপরাধ মূলক কাজ করে যাচ্ছেন এ অভিযোগ করেন অনেকে।
ভ্যান চালক শিমুল মিয়া বলেন, প্রতিদিন এখানে অটো ভ্যান থামিয়ে যাত্রী তূলি এবং নামাই। কোনো দিন কাহারো সাথে বিবাধ সৃষ্টি হয় নি। এ বছর সে হাট ইজারা নেওয়ার পর থেকে ঝামেলা শুরু হইছে। আমি অটো রাখায় তারা আমার সাথে খারাপ আচরণ শুরু করে। আমি বারণ করায় ওরা মারধর করে এবং পরোনের লুঙ্গি, গেঞ্জি ছিড়ে ফেলে আমাকে বিবস্ত্র করে। কারেন্ট বিলের ৯'শ টাকা ছিলো পকেটে তাও থাবা দিয়ে কেড়ে নিয়েছে। এর কঠিন বিচার চাই। বেশ কয়েকজন অটো চালক বলেন, হাটের ইজারাদার রাজ্জাক মেম্বার আমাদের সবাইকে ডাকে। বলে এখানে অটো রাখলে একটা চেইন মাস্টার দরকার। এর জন্য আমাদের কাছে থেকে প্রতিদিন ২০ টাকা করে দাবী করেন।
এতোদিন অটো রাখলাম যাত্রী তুললাম নামালাম কোনো চেইন মাস্টার লাগলো না। আজকে চেইন মাস্টার লাগবে কেন। তাই তার কথায় কর্ণপাত না করে সবাই চলে যাই। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কামালপুর ইউনিয়নে সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের পথসভা গিয়েছিলাম। সেখানে খবর পাই আমার ছেলের সাথে ঝামেলা বেধেছে। আসার পর ঘটনার বিস্তারিত শুনি।
আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সাজানো। আমার ছেলে তাকে মারধর ও লুঙ্গি ছিড়ে বিবস্ত্র করেনি। উল্টো আরও ঐ অটো ভ্যান চালক আমার ছেললেকে মাটিতে ফেলে দেয়। আর এখানে অটো ভ্যান রাখায় যানজটের সৃষ্টি হয়। এই যানজট যাতে সৃষ্টি না হয় যার জন্য সকল অটো চালকদের ডেকে একজন চেইন মাস্টার রাখার পরামর্শ দেই। এবং সেই চেইন মাস্টারের জন্য প্রতি চালকদেরকে ২০ টাকা করে দিতে বলি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা