রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
সোমবার সকালে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণ।
র্যালিটি সরিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন পোশাক, মুখোশ, ব্যানার ও পোস্টারে সজ্জিত হয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটান। অনেকেই নিজ হাতে তৈরি করা প্ল্যাকার্ড এবং আলপনা নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এটি কেবল একটি দিন নয়, বরং বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনাকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আয়োজকরা জানান, নববর্ষের এই আয়োজন তরুণ প্রজন্মের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় সংস্কৃতির বিকাশ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন এলাকায় উৎসবের আমেজ এনে দেয় এবং সমাজে মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। শিশু-কিশোর, যুবক-যুবতী ও প্রবীণদের সমান অংশগ্রহণে র্যালিটি ছিল প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সারিয়াকান্দিতে বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।