রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটি এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হতে র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এক পথসভা করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম প্রমুখ।
সংস্থার সভাপতি রাশেদ মন্ডলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সাহাদত জামান।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, সমাজকল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ আফিফ সহ সংস্থা সাধারণ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা