
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শপথ গ্রহণ ও ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও পৌর বিএনপি'র সভাপতি শাহাদত হোসেন সনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধারা। তারা অতি দ্রুত "জুলাই সনদ" প্রদানের আহ্বান জানান এবং গুরুতর আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও তা থেকে প্রাপ্ত শিক্ষা তুলে ধরা হয়। পরে উপস্থিত সকলে শপথ গ্রহণ করেন—সততা, ন্যায়ের পথে থেকে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
এই অনুষ্ঠানটি সমাজ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা পুনর্জাগরণের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা