রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি জনাব আতিকুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আতিকুল ইসলাম শুভ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহাতাবুর রহমান ,সারিয়াকান্দি ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার সুজন মিয়া, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ইভটিজিং, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা সারিয়াকান্দি উপজেলাকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা