কুবি প্রতিনিধি : সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তরভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে 'বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের' আহ্বানে 'মানববন্ধন ও মৌন মিছিল' করেছে অফিসার্স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সোমবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এ কর্মসূচিটি করা হয়৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
মানববন্ধনে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, 'সরকার সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছেন এই পেনশন স্কিম আমরা প্রত্যাহার চাই। আমরা চাই আগের যে পেনশন স্কিম ছিল সেইটা বহাল থাকুক। এই পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের যে স্বতন্ত্র বৈশিষ্ট থাকে সেটা ক্ষুন্ন হয়। এই পেনশন স্কিম একটা বৈষম্যমূলক পেনশন স্কিম। সুতরাং সরকার যেন এই পেনশন স্কিম প্রত্যাহার করে তাই আমরা 'অফিসার্স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' 'বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন' এর আহবানে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি।'
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা