
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
সার্ভার জটিলতায় সরকার হারাচ্ছে রাজস্ব : ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): ভূমি মন্ত্রণালয়ের অধিনে অনলাইন জমা-খারিজ, নামজারি, খতিয়ান, খাজনা দাখিলার আবেদনে সার্ভার জটিলতার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব, ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ! গত কয়েক মাস ধরে অনলাইনে এসব সেবা বন্ধ থাকায় সীমাহীন র্দূভোগ পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।
মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহিতারা কোন ধরনের সেবা না পেয়ে ফিরিয়ে যাচ্ছে। এসময় পরকোট ইউনিয়নের ফাতেমা বেগম নামে এক বৃদ্ধ নারী জানান, তিনি বিগত ৬ মাস পূর্বে পৈত্রিক সম্পত্তির মালিকানার দাবিতে মিসকেইস করেন। মিসকেইসের আদেশ পাওয়া গেলেও সার্ভার জটিলতার কারণে তিনি খতিয়ানের আবেদন করতে পারছেন না এবং ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা যাচ্ছে না।
চাটখিল উপজেলা দলিল লিখক সমিতির আহ্বায়ক আবদুল মতিন বলেন, সার্ভার বন্ধ থাকায় সেবা প্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস থেকে জনসাধারণ সেবা বঞ্চিত হচ্ছে। সার্ভার আপডেট হওয়ার আগে অনলাইন সেবা দেওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা