
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
সালনা হাইওয়ে থানা পুলিশের ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে অভিযান

রুহুল আমিন: গাজীপুর সদর উপজেলার ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টায় সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটো ইজিবাইক, ওভার স্পীড, হেলমেট ব্যতীত মটর সাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো, উল্টা পথে গাড়ি চালানো সহ আর ও বিভিন্ন কারণে মোট ১৮ টি মামলা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ জানান, গাজীপুর একটি জনগুরুত্বপূর্ণ ও শিল্প কলকারখানা সমৃদ্ধ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। তিনি বলেন মানুষকে সেবা দিতে এসেছি এই জনপদের মানুষ আইন মানার মধ্য দিয়ে আমাদের সেবাটা গ্রহণ করবেন। আজকে অভিযান পরিচালনার সময় বিভিন্ন অপরাধের জন্য ১৮ টি মামলা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা