শাহীন রেজা টিটু, নবীনগর: গাজীপুরে সাহসী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে নবীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তির সভাপতিত্বে দৈনিক কালবেলার প্রতিনিধি শাহানুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফ, ,উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাসউদ্দীন হেলাল, বক্তব্য রাখেন নবীনগর রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্র ধর পলাশ, জামাল হোসেন পান্না, আবু কাউছার, জসীম উদ্দীন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি জঘন্য আঘাত। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নবীনগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা জাতীয় পর্যায়ে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা