

কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর): নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফরকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন সিংড়া উপজেলা প্রশাসন
সোমবার উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান অধিদপ্তরের সহায়তা সামগ্রী নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত সাহেব আলীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এর আগে গত রোববার বেলা ২টায় উপজেলার বড়গাঁও দক্ষিণ খাসপাড়া সাহেব আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়িসহ পুরে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ সাহেব আলীর হাতে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ১ প্যাকেট শুকনো খাবার তুলে দেন এবং ক্ষতিগ্রস্থ বাড়ি মেরামতের জন্য ঢেউটিনের প্রতিশ্রূতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-আমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা