কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজসহ ৪টি কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে ১৮ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি পদে মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক পদে হাসানুল হক হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে নাইম ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজে মো. জাকারিয়া হাসানকে সভাপতি ও মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজে সভাপতি মোঃ শাকিল আলী, সাধারণ সম্পাদক মনির ইসলাম, কলম ডিগ্রী কলেজে সভাপতি মোঃ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মুনছের আলীর নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা