এস এম আক্কাস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজের নবাগত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে ফুল দিয়ে বরন করা হয় ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করা হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ তানিয়া তাসনোভা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি আদর্শ জাতি হিসেবে গড়ে উঠতে পারে না। তাই সবার জন্য চাই শিক্ষা। তবে তা হতে হবে সু-শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, যে শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ সত্যিকারের জ্ঞানার্জন করতে পারে; শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হবে তাই। আবারো বলছি শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানার্জন মানুষের মত মানুষ হওয়া।
এ উপলক্ষে কলেজের নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
এতে সভাপতিত্ব করেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব তানিয়া তাসনোভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কেপিআই মো. রাফিউর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা